
কুমিল্লা বুড়িচংয়ে ট্রাকে মিললো ১০ কেজি গাঁজা। আটক-২।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১ সিপিসি ২ এর সদস্যরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ নূর নবী (৬৫) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পূর্ব হাসনাবাদ গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) একই জেলার আকবর শাহ থানার বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল জেলার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি মিনি ট্রাক জব্দ করে র্যাব সদস্যরা।
ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক অইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
