
কুষ্টিয়ায় ভুয়া মেজর জেনারেল বায়েজিদ আমান গ্রেফতার ।
মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টর।
কুষ্টিয়ার ইবি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া অস্ত্রসহ একভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে । ১ ডিসেম্বর রবিবার দুপুর ৩ টার সময় ইবি থানা ইনচার্জ শেখ ফরিদ উদ্দীন এর নির্দেশ ক্রমে এসআই মোঃ মামুনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর বাজার থেকে ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করেন। আটককৃত ভুয়া সেনাকর্মকর্তার নাম খন্দকার বায়েজিদ আমান । তিনি রাজশাহীর নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাহাদুর পুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে । পুলিশ সূত্রে জানা যায়, তিনি গতবেশ কিছুদিন ধরে ইবি থানাধীন বিভিন্ন এলাকায় সেন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো । এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ ইবি থানা পুলিশকে অবহিত করলে ইবি থানা পুলিশ তাকে গ্রেফতার করেন । গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভুয়া পিস্তল, একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, এবং একটি ওয়াকিটকি উদ্ধার করেন । পুলিশ জানায়,বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ডা. বায়েজিদ আমান হিসাবে পরিচয় দেন । তার বিরুদ্ধে প্রতারনা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছ৷
