নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন!

নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন!
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিফাত পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত ২০ হাজার টাকা চায়, দিতে অস্বীকার করায় মায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
