
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তে
সকল শ্রেনীর বাউল শিল্পী দের সাথে সংগঠন নিয়ে আলাপ বৈঠক,
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সম্মানিত ড,জামিল আহমেদ এর সাথে মতামত বৈঠক করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউলদল,নাট্যদল,বিভিন্ন শিল্পী কলাকৌশলী গণ,
শিল্পী বাউল সাধু ফকির এবং নাট্যদলের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন,মহাপরিচালক জামিল আহমেদ জানান সাংগঠনিক কর্ম কান্ডে তিনি শুদ্ধাচার চর্চা এবং সারা বাংলাদেশ এর সকল বাউল শিল্পীদের নিয়ে কাজ করার কথা বলেন এবং শিল্পকলার নিয়ম নীতিতে,
সকলের দাবী আবদার নয় যে যার দক্ষতায় এবং গুনে নিজের অবদান রেখেই কাজ কর্ম করবেন বলে জানান, তিনি আরও জানান বাউল দলের সকল সদস্যদের তিনটি কথা মনে রাখতে হবে যে (১) আপনি কি নিবেন
(২) শিল্পকলা কে কি দিবেন (৩) এবং দেশের জনগণের কল্যানে আপনাদের কাজ কতদূর সাপোর্ট করবে।
এই বিষয় শিল্পকলায় নিজের দায়িত্বে অটল থাকবেন নীতি নৈতিকতায় ড,জামিল আহমেদ সুন্দর ভূমিকা রাখবেন বলে জানান,শিল্পকলার মহাপরিচালক মানেই আমারও হিসেব বা জবাবদিহি করতে হবে,আপনারা সারা বাংলাদেশেএ বাউল ফকির শিল্পীদের নিয়ে একটা দল গঠন করেন আমি আপনাদের সাপোর্ট করবো জানান।
