
ব্রাহ্মণপাড়ায় ব্যবসায়ির উপর হামলাকারি জাকির হোসেন জেল হাজতে
স্টাফরির্পোটারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়িকে পিটিয়ে আহত করে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের মামলায় অভিযোগ জাকির হোসেন জেল হাজতে৷ গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর ব্যবসায়িকে পিটিয়ে আহত করে ২ লক্ষ্য টাকা ছিনতাইয়ের মামলায় কোর্টে হাজির হলে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে৷ এর আগে গত ২ অক্টোবর সকালে আমার ভাসুর এর ঘর নির্মান করার জন্য ইট আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়৷ রাতে স্হানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেন৷ তারপরেও তারা আমার স্বামীকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে৷ এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় জিরুইন ঈদগাহ এর কাছে পাকা রাস্তায় পৌছালে মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ জাকির হোসেন (৩৫), জিরুইন মনু মুন্সির বাড়ির মৃত অদুধ মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৫), একই গ্রামের আরিফের বাড়ির মোঃ আবদুর রব্বানের ছেলে মোঃ বাছির (৩০) সহ আরো ২-৩ জন হামলা চালায়৷ এসময় তাদের হাতে থাকা রড, পাইট, বাশের লাঠি, দেশিয় অস্ত্র দিয়ে হাতে, মাথায়, পিঠেসহ পুরু শরীরে জখম করে৷ এসময় আমার স্বামী জিরুইন বাজারে হার্ডওয়ার ও বিকাশ ব্যবসায়িক কাজের ২ লক্ষ্য টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা৷ স্বামীর আত্ম চিৎকারে আমি ছুটে আসলে তারা আমার উপর হামলা করে এবং আমার গলার সোনার চেইন নিয়ে যায়৷ যার আনুমানিক মূল্য ১ লক্ষ্য ৩০ হাজার টাকা৷ এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়৷ আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসি৷ তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ বর্তমানে আমার স্বামী জিরুইন আয়েত আলী ডাক্তার বাড়ির আক্কাস মিয়ার ছেলে আগত মোঃ আবুল কাশেম কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
