

রিপোর্টার মোঃ হাসিবুল ইসলাম
অনিয়ন্ত্রিত ইঞ্জিন চালিত রিকশায় গুরুতর আহত হলেন বরিশাল নগরীর ধান গবেষণা রোড ২৪ নং ওয়ার্ডের এক যুবক ( সায়েম)
অনিয়ন্ত্রিত ইঞ্জিন চালিত রিকশায় গুরুতর আহত হলেন বরিশাল নগরীর ধান গবেষণা রোড ২৪ নং ওয়ার্ডের এক যুবক সায়েম (২৬)। সায়েম যখন কাজ ছেড়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল তখন অনিয়ন্তিত ব্যাটারি চালিত রিকশা তৎক্ষণাৎ বাইকটি রিক্সার ধাক্কায় পড়ে যায় এবং বাইক চালক গুরুতর আহত হয়। এক্সিডেন্ট স্বচক্ষে দেখেন আজকের তালাশ রিপোর্টার মোহাম্মদ হাসিব ইসলাম। তিনি দেখেন র পিছনের দিকে না তাকিয়ে তার রিকশাটি ঘুরিয়ে দিন এবং বাইক চালক রাস্তার পাশে
এছাড়া দেখা যাচ্ছিল বাইকটি দুমড়ে মুচকি গেছে রিকশার চাকা বাকিয়ে গেছেন। ঘটনাস্থলে এক্সিডেন্টের দৃশ্য দেখেন এলাকার মানুষ জড়ো হয় এবং তারা বলে থাকেন রিক্সাওয়ালারা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালিয়ে থাকেন যার কারণে বিভিন্ন স্থানে এক্সিডেন্টগুলো হয়ে থাকে। রিক্সাওয়ালার ভুলের কারণে রিক্সাওয়ালাকে আটক করে রেখে দেন এলাকাবাসী এবং তার জরিমানা দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।