আগুন কেড়ে নিল ঘর-বই, চোখের জল ফেলছে এইচএসসি পরীক্ষার্থী মাসুম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছেন ৯টি পরিবারের সদস্যরা। কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থী মাসুম আলী। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য যত্ন করে গুছিয়ে রাখা বই-খাতা, নোট—সবই পুড়ে গেছে আগুনে।
মাসুম শিবগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী। দিনমজুর বাবার আয়েই চলে সংসার। সীমিত সামর্থ্যের মধ্যেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু রবিবার (২ মার্চ) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন মুহূর্তেই গ্রাস করে তার ঘর। অন্যান্য আসবাবের সঙ্গে পুড়ে যায় তার পরীক্ষার বই-খাতা, প্রয়োজনীয় নথি ও শিক্ষাসামগ্রী।
সোমবার সকালে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বিমর্ষ মাসুম বললেন, "পরীক্ষা শুরু হতে আর বেশি দিন নেই। কীভাবে পড়াশোনা করব? নতুন বই কেনার টাকাও নেই আমাদের। আমি এখন কী করব?"
আগুন শুধু ঘরই পুড়িয়ে দেয়নি, মাসুমের স্বপ্নও ভস্মীভূত করেছে। এখন প্রয়োজন সরকারি-বেসরকারি সহায়তা, যাতে তিনি আবার বই-খাতা হাতে নিতে পারেন, পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন