আজ গিদারী সাহিত্য পরিষদ (GSP)এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি বক্তব্য দেন,
মো:জাহিদুল ইসলাম
প্রতিনিধি : জেলা গাইবান্ধা।
প্রতিষ্ঠাতা সভাপতি, তৃতীয় গিদারী সাহিত্য পরিষদ(GSP) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন, মো:ফেরদৌস আহমেদ সজীব, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ১১ নং গিদারী ইউনিয়ন ও প্রতিষ্ঠাতা গিদারী সাহিত্য পরিষদ, তিনি বলেন
সাহিত্য চর্চার মাধ্যমে প্রতিটি মানুষ সাহিত্যকে লালন করুক ধারণ করুক এই আশা ব্যক্ত করি,,, কারণ সাহিত্য চর্চা করা প্রতিটি মানুষ আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠে,,, তাদের লেখনী মাধ্যমে প্রতিটি বার্তা সবার দৃষ্টিভঙ্গি বদলে দেয়,,,তাদের বার্তাগুলো আমাদের জীবন সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,,,সাহিত্য অঙ্গনের প্রতিটি মানুষ যোদ্ধা,,তারা যুদ্ধ করে শোষকদের বিরুদ্ধে,,,,তারা যুদ্ধ করে অনিয়মের বিরুদ্ধে,,,তারা যুদ্ধ করে কুসংস্কারের বিরুদ্ধে,,সামনে গিদারী সাহিত্য পরিষদ অনেক ভালো কিছু উপহার দিবে,, সবাই এর সফলতা কামনা করবেন, দোয়া রাখবেন,,সহযোগিতা করবেন,,,,তরুন প্রজন্ম মাদক সহ সকল অপকর্ম কে না বলে সাহিত্য চর্চায় মনোবিশন করুক এটাই প্রথম চাওয়া,,,
সবার সহযোগিতায় গিদারী সাহিত্য পরিষদ (GSP) এগিয়ে যাবে দূর থেকে বহুদূর, শুভ কামনা রইলো প্রিয় সংগঠনের জন্য,
ভালোবাসা অবিরাম।
শুভেচ্ছান্তে
মোঃ ফেরদৌস আহমেদ সজিব
প্রতিষ্ঠাতা সভাপতি,
গিদারী সাহিত্য পরিষদ (GSP)
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন