

- আজ বুধবার নান্দাইল উপজেলা পরিষদ
নির্বাচনের ভোট গ্রহন
ময়মনসিংহের নান্দাইলে আজ বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহন। নান্দাইল উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার লক্ষে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহফুজুল আলম মাসুম জনান সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম ও নিরাপত্তার লক্ষ্যে দায়িত্বরত ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৯১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৮৩৬ জন পোলিং অফিসার সহ রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মোট ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ ভোটারের বিপরীতে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫২১ এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৭৪ হাজার ২৩২। এছাড়া হিজড়া ভোটার রয়েছে ৭ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী একের অপরের প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন