আরাকান মহাসড়কে ডাকাতি চক্রের ৫ সদস্য আটক।
এইচ.এম বাবলু হাসান
স্টাফ রিপোর্টার
৬:৩০
চট্টগ্রাম কক্সবাজারের আরাকান মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে ডাকাতি চক্রের ৫ জনকে অস্ত্রসহ আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১. কামরুল ইসলাম ছোটন (১৯), পিতা- জসিম উদ্দিন, মাতা- কামরুন্নাহার, সাং- বিনামারা, মগবাজার, ০৭ নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
২. মাহমুদুল করিম(২৮), পিতা-নুরুল কবির, মাতা-ফাতেমা বেগম, সাং-রিংভং, ০১ নং ওয়ার্ড, মালুমঘাট, ডুলাহাজারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার
৩. তায়েবুল ইসলাম(২২), পিতা-গিয়াসউদ্দীন, মাতা-রকিমা বেগম, সাং- বিনামারা, মগবাজার, ০৭ নং ওয়ার্ড, হাশেম মাস্টার পাড়া, চকরিয়া পৌরসভা, জেলা-কক্সবাজার
৪.আরফাতুল ইসলাম(২২), পিতা- আবুল কালাম, মাতা- শারমিন আক্তার, সাং-পালাকাটা, কাশেম মাস্টার পাড়া, ০৭ নং ওয়ার্ড, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার
৫.মিনহাজুর রহমান নয়ন(২৯), পিতা- মুজিবুল হক, মাতা-পারভীন আক্তার, সাং-চেয়ারম্যান পাড়া, ০৮ নং ওয়ার্ড, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার।
বুধবার বিকেলে চকরিয়া পৌর শহরের নিউ মার্কেটস্থ হোটেল আল-ফরিদ থেকে তাদের আটক করা হয়েছে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র সহ মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা সহ ৫ জন আসামি . চকরিয়া পৌরাসভর কাচা বাজার সংলগ্ন হোটেল আল ফরিদের ৪ তলার দক্ষিণ দিকের ১১ নং কক্ষ থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন