" আলীনগর থেকে আলীপুর "
বিপ্লব কুমার দাস। প্রধান উপদেষ্টা ও সম্পাদক এবং নিজস্ব প্রতিবেদক 24Hrstv.bd.com বাংলাদেশ।
১৭৫৬ খ্রিস্টাব্দের নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করলে, প্রাণভয়ে এবং নবাব সেনা লুট করে নেবে এই ভাবনায় ইংরেজরা কলকাতা ছেড়ে ফলতায় পালিয়ে যায়। নবাব কলকাতা জয় করে দাদু আলীবর্দী খাঁর নামকে স্মরনীয় রাখতে কলকাতা নামকরণ করলেন আলিপুর
প্রায় সকলেই মতে বিশ্বাসী। এক আধ জন বলেছেন যে মীর জাফর 'আলী' খাঁ, নবাব হওয়ার পর নিজের নামে 'আলিপুর' নামকরণ করেন। মতটি তেমন জোরালো নয়।
আলিবর্দীর নামে আলিপুর নামকরণের নামকরণের ক্ষেত্রে একটি প্রশ্ন ওঠানো যেতে পারে,
নবাবের প্রিয় দাদুর নামে যখন আলিপুর তখন কলকাতার প্রাণকেন্দ্রের নাম আলিপুর হলো না কেন? কেন কলকাতার একটি অঞ্চলের ছোট্ট একটি জায়গার নাম আলিপুর হল?
তবেও এটি নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন কারণ , বীরভূমের একটি বীরের নাম এর সঙ্গে যুক্ত না হতো।
বাদি ওজ্জমান খাঁ বীরভূমের শাসন ক্ষমতা হাতে নেন ১৭১৮ খ্রিস্টাব্দে। তার দ্বিতীয় পুত্র মোহাম্মদ আলিনকি খাঁ প্রচণ্ড সাহসী যুবক ছিলেন। অনেক পরের কথা,একবার রাজকার্যে মুর্শিদাবাদে এসে আহম্মদ ওজ্জমান খাঁ এবং তাঁর ভাই আলিনকি খাঁ নামাজ পড়ছেন, না
হঠাৎ নবাবের একটি হাতি ওরা যেখানে নামাজ পড়েছিল সেই দিকে ছুটতে থাকে।অবস্থা আয়ত্তের বাইরে দেখে মাহুত চিৎকার করছে, দেখতে দেখতে হাতি আলিনকি কে সুর দিয়ে আঘাত করে। মাটি থেকে ওঠে আলিনকি হাতিকে এমন ভাবে আঘাত করল যে হাতি প্রচণ্ড চিৎকার মাটিতে পড়ে গেল।অলিনকির বীরত্বের খবর পৌঁছে গেল নবাব আলিবর্দীর কানে। বীরত্বের পুরস্কার স্বরূপ আলিনকি নবাবের সেনাবাহিনীতে ঢুকে পড়েন । বিভিন্ন যুদ্ধে অসামান্য বুদ্ধির কৌশল ও সাহসের পরিচয় পেয়ে , নবাব জায়গীর দিতে চেয়েছিলাম কিন্তু আলিন কি তা নেন নি। শোনা যায় নবাব আলীবর্দী খাঁ বীরভূমের রাজপুত্র আলিনকি কে তিন দিনের জন্য মুর্শিদাবাদের রাজসিংহাসনে বসার অধিকার দিয়েছিলেন ।
নবাব আলিবর্দীর মৃত্যুর সময় আলিনকি খাঁ নবাবের একটি বাহিনীর সেনাপতি ছিলেন। সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমন করেন তখন, আলিনকি খাঁ, আহম্মদ ওজ্জমান খাঁ, দেওয়ান মানিকচাঁদ, মোহনলাল এবং জাফর আলী খাঁ –পাঁচ দিকে পাঁচটি বাহিনীর প্রধানের পদ দিয়েছিলেন।
আলিপুরের দিকে সৈন্যবাহিনী নিয়ে আলিনকি খাঁ কলকাতা অবরোধ করেন। সিরাজ কলকাতা অধিকার করে আলিনকি খাঁ কে কলকাতা লুঠ করার নির্দেশ দেন।
নবাবের আদেশ অনুসারে আলিন কি কলকাতা লুঠ করে। বহু লুঠের জিনিস নবাব আলিনকি কে দিয়েছিলেন। আলিনকি সেই লুঠের কাপড় দিয়েছিলেন বীরভূমের মহরমের অনুষ্ঠানে।
বীরত্বের নিদর্শন রূপে কলকাতা 'লুটের কাপড়' মহরমের তাজিয়ার সঙ্গে বের করা হতো ।আলিনকির বীরত্বের নবাব সিরাজউদ্দৌলা খুশি হয়ে যেদিক থেকে আলিনকি কলকাতা অবরোধ করেছিল, সেই দিকের স্থান নাম পাল্টে 'আলিনগর'করে। পরে স্থানটি 'আলিপুর' নামে পরিচিত হয় ।নবাব সিরাজউদ্দৌলাই 'অলিনগর' নামকরণ করেন, তবে তার দাদুর নামে নয়– সেনাপতির নামে।
বিপ্লব কুমার দাস
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন