আলীম চেয়ারম্যান এর নিজ অর্থে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ
জিএমআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
লাবসা ইউনিয়নের চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের উদ্যোগে কোটা বৈষম্য বিরোধী ও সাতক্ষীরার বিভিন্ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে শৃঙ্খলা বজায় রত সকল শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ।
রবিবার বেলা ১২ টার সময় সাতক্ষীরা খুলনা রোড মোড় পাঁচশতাধিক বিরানির প্যাকেট ও পানি নিয়ে বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে এ খাবার বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজাহিদ ডবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচআর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, শাহিনুর রহমান, শেখ রাজিবুল ইসলাম, সালাউদ্দিন লিটন, ছাত্র দল নেতা অর্ঘ, ছাত্রদল নেতা আলামিন হোসেন, সেচ্ছাসেবক নেতা ইসমাইল হোসেন নিরব।
এ সময় চেয়ারম্যান আব্দুল আলীম বলেন ছাত্র ও দেশ প্রেমিক বিএনপির আন্দোলনে সৈরাচর সরকারের পতনের পর থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা দেশে আইন শৃংখলা রক্ষাই নিয়জিত আছে। তারই ধারাবাহিকতা হিসাবে সাতক্ষীরাতে কয়েক শত শিক্ষার্থীরা রাত দিন পরিশ্রম করছে তাই তাদের মানবিক কারনে খাবার বিতরণ করছি।
আমি সকলস্তরের ব্যাক্তিদের নিকট অনুরোধ করব সবাই ঐ শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য আবু সাঈদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, মাহমুদ আলী প্রমূখ
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন