আলোচিত নুরুজ্জামান হত্যাকান্ডের ঘটনায় দেলোয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টারঃ
আলমগীর হোসাইন:
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদে আলোচিত নৌকা ভ্রমণে গিয়ে নুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ, আটককৃত যুবকের নাম দেলোয়ার।
আটককৃত দেলোয়ার (৩০) পিতা আঃ হাই গ্রাম, বরকুল, ইউনিয়ন বরমী,শ্রীপুর, গাজীপুর, দেলোয়ারকে বরমী পোরান বাস স্ট্যান্ড তার নিজ দোকান থেকে ডিবি পুলিশ গতকাল ১২ এপ্রিল শনিবার সকালে গ্রেফতার করে।
উল্লেখ্য পিকনিকের নৌকা আটকিয়ে দুর্বৃত্তের হামলায় নিহত হন নুরুজ্জামান।
গত ১ জুলাই ২০২৪ (সোমবার) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বটতলা খিরু নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান (৩০) পশ্চিম সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে, সে পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।
নুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় শ্রীপুর মডেল থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন,যাহার মামলা নাম্বার ০৭ তাং ০২/০৭/২৪ ইং।
নিহত নুরুজ্জামানের বড় ভাই আব্দুল হামিদ বলেন গতকাল সকালে গাজীপুর ডিবি পুলিশ দেলোয়ার কে বরমী পুরান বাস স্ট্যান্ড তার নিজ দোকান থেকে গ্রেফতার করে,দেলোয়ার আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল,সে তার দলবল নিয়ে আমার ভাইকে হামলা করে, আমরা তার সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে গাজীপুর ডিবি পুলিশের এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা বাবলু জানান সন্দেহজনকভাবে দেলোয়ারকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন