ইউনিক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশের দুই সদস্য আহত।
মাহবুব বিশ্বাস বরগুনা প্রতিনিধি।
বরগুনা আমতলী উপজেলায় ইউনিক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
রবিবার বিকেল ৩টায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন এএসআই রমিজ উদ্দিন (৪৫) ও কনস্টেবল মাইনুল ইসলাম (৩৫)। তারা দুই জনেই আমতলী থানায় কর্মরত।
আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, এ দুই পুলিশ সদস্যরা মোটরসাইকেল যোগে তদন্ত কাজে বান্দ্রা বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য আহত হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, তদন্ত কাজে যাওয়ার পথে ছুরিকাটা নামক স্থানে ঢাকাগামী ইউনিক পরিবহন পুলিশের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমতলী থানার কর্মরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসা জন্য দুই পুলিশ সদস্যকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মাহবুব বিশ্বাস
বরগুনা
০১৭২৯৪৭৭৯২০
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন