এখন যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে: হাসানাত আব্দুল্লাহ
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনরা সঠিকভাবে দেশ পরিচালনা করুন। আপনারা মাঝে মাঝে বিভিন্ন দোহাই দেন, সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে, আপনাদের তো দোহাই দিতে আনি নাই। আমরা আপনাদের এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। এখন যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরন শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
তিনি আরো বলেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে। ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পাইনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।
বর্তমান সরকার ৫ আগস্টের পর থেকে আহত ও নিহতের পরিবারের যথাযথ দায়িত্ব নেওয়ার উচিত ছিলো, অথচ সরকারের এই বিষয় এখনো উদাসীন, অথচ এখনো এই সরকারের আমলে আমলাতান্ত্রিক জটিলতায় শহীদ ও আহত পরিবাররা বঞ্চনা শিকার হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আন্দোলন শুরু করেছে, হাসিনার নির্ঘুমের কারণে ছিল এই কুমিল্লার জনগণ। এই কুমিল্লা থেকে সবসময় ফ্যাসিবাদ প্রতিধ্বনি আওয়াজ উঠেছে। কুমিল্লা থেকে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।এসময় জেলার বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।