এবার আবু তৈয়ব অপির পক্ষে মাঠে, হাজী জসিম
নিজস্ব প্রতিবেদন
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন নিয়ে ছিলো নানা গুঞ্জন। হাজী জসিম নির্বাচন থেকে সরে যাওয়ার পর পর বাকি সব প্রার্থীরা ওনার বাড়িতে গিয়ে দেখা করে। হঠাৎ করে আজ বিভিন্ন ফেইসবুক আইডি আবু তৈয়ব অপি সাথে মাঠে কাজ শুরু করেছেন বলে দাবি জানিয়েছেন, আবু তৈয়ব অপির নেতা_কর্মীরা।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন