এমপি আনার হত্যা: ঝিনাইদহে মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন
ঝিনাইদা প্রতিনি মোঃ আতিকুর রহমান আতিক
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের (মিন্টু) মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চন্ডিপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে গান্না ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ১১ জুন রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি এখন কারাগারে রয়েছেন। গত ১২ মে কলকাতায় গিয়ে পরদিন নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম আনার।
মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, আওয়ামী লীগ আব্দুল খালেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা আনার হত্যা ভিন্নখাতে প্রভাবিত করার দাবি করে মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি জানান।
একই সময়ে একই দাবিতে জেলার মহেশপুর মেইন বাসস্টান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন