

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃসজীব হোসেন।
সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে কাইকারটেক নবাব হাবিব উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়,দোয়া ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭এপ্রিল) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়েদুল রহমানরর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী এনামুল রবিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন থানা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য কাজী মঞ্জুর কাদির (মেম্বার)।
আরোও উপস্থিত ছিলেন কাজী সিরাজুল ইসলাম,বাদল প্রধান, কাজী সাজেদুল ইসলাম সাজু,কাজী লিটু,কাজী কবির,কাজী সাদ্দাম,সুমন মোল্লা,জুলহাস,হালিম, শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
অনুষ্ঠান শেষে ২০২৫ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া শেষে প্রবেশপত্র বিতরণ করা হয়
এ সময় কাজী এনামুল হক রবিন বলেন,আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন ছাত্ররাই শুধুমাত্র পারে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।ছাত্রদের আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে গড়ে তোলার জন্য অত্র বিদ্যালয়ের শিক্ষকগণের প্রতি অনুরোধ জানান।