কালনা মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আতাউর রহমান তুহিন, কয়রা খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলায় ঐতিহ্যবাহী কালনা আমিনিয়া কামিল মাদরাসার দাখিল ১৯৮২ থেকে ২০২১ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন সকালে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে মাদ্রাসার ক্যাম্পাস। ঐতিহ্যবাহী মাদ্রাসার ১৯৮২ থেকে ২০২১ সালের ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের মাদ্রাসায় মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।
সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন ঐতিহ্যবাহী কালনা আমিনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ ইউনুস আলী। তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন - আলহাজ্ব মাওলানা মোঃ ইউনুস আলী এবং সঞ্চালনা করেন মোঃ আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা - ৬ কয়রা পাইকগাছা আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জি এম মোহসিন রেজা, ঢাকা হেডকোয়ার্টার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার সোহেল, অধ্যাপক ডঃ মিজানুর রহমান, ডঃ বেলাল হোসেন, মাওলানা মতলুব হুসাইন, মাওলানা হাবিবুল্লাহ বাহার, মোঃ শাহবাজ হোসেনসহ সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল গণি।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন