কালিয়াকৈরে কালবৈশাখীর স্বস্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার বিকেলে হঠাৎ করে বয়ে যায় কালবৈশাখী ঝড়। দীর্ঘ দিনের চৈত্রের খরতাপ ও প্রচন্ড গরমের মধ্যে এই ঝড় ও এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে জনজীবন। ওই বৃষ্টি শুধু তাপদাহ লাঘবেই নয়, মাঠের ফসল ও মৌসুমী ফলের গাছের জন্যও আশীর্বাদস্বরূপ হয়েছে অনেকেই জানিয়েছেন। সাধারন মানুষ, দিনমজুর, রিকসাচাল, কৃষক দিনভর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিকেল হতেই আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি ফলে স্বস্তি ফিরে জনজীবনে। মুহূর্তেই এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তবে এই ঝড়ে তেমন কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
কৃষকরা জানান, আম, কাঁঠাল ও ধানক্ষেতে এই সময়ে বৃষ্টির প্রয়োজন ছিল। অতিরিক্ত গরমে গাছ ও ফসল ক্ষতির মুখে পড়ছিল। এই বৃষ্টিতে তা অনেকটাই রক্ষা পেল।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের শেষ প্রান্তে এসে এই বৃষ্টি যেন নতুন বর্ষার আগমনের বার্তা নিয়ে এলো। প্রকৃতি ফিরে পেল এক চিরচেনা সজীবতা। আর নগরবাসী পেল কিছুটা স্বস্তির নিঃশ্বাস। চৈত্রের তাপদাহে যখন জীবন যাত্রা হয়ে পড়েছিল দুর্বিষহ, তখন এক পশলা বৃষ্টি যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া এক উপহার। এই বৃষ্টি শুধু গরমের কষ্টই মুছে দেয়নি, বরং পুরোনো বছরের জীর্ণতাও যেন ধুয়ে মুছে দিয়েছে অনেকেই স্বস্তি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন