

কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান: সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ ৫ জনকে জরিমানা
সাব-রেজিস্ট্রারকে সতর্ক করলেন ভ্রাম্যমাণ আদালত
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
জানা যায়, গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর—দুই জায়গায় দায়িত্ব পালন করে আসছেন সাব-রেজিস্ট্রার কর্মকর্তা ওসমান গনি। ঘটনার দিন তিনি কালিয়াকৈর অফিসে দায়িত্ব পালনকালে অফিস কক্ষ থেকে বের হয়ে পশ্চিম পাশে কয়েকজনের সঙ্গে ধূমপান করছিলেন।
এ সময় সেবা নিতে আসা একাধিক ব্যক্তি সাব-রেজিস্ট্রার কর্মকর্তার এমন আচরণে অসন্তুষ্ট হয়ে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধূমপানরতদের হাতেনাতে আটক করেন।
পরে কাপাসিয়া সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে ৯০০ টাকা জরিমানা করা হয়। তবে সাব-রেজিস্ট্রার ওসমান গনিকে সতর্ক করা হয়। ঘটনা জানাজানির ভয়ে তিনি অফিস কার্যক্রম বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন। একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বলেন, “প্রকাশ্যে ধূমপান করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, “সাব-রেজিস্ট্রারকে জরিমানা করা হয়নি, তবে তাকে সতর্ক করা হয়েছে। অন্যদের ধূমপান করায় জরিমানা করা হয়েছে।”