

কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অষ্টমীস্নান অনুষ্ঠিত
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
তুরাগ-বংশী নদীর সংযোগস্থলে হাজারো ভক্তের অংশগ্রহণ আশোকাষ্টমী তিথি উপলক্ষে শনিবার কালিয়াকৈর উপজেলার পালপাড়া কেন্দ্রীয় অষ্টমীস্নান ঘাটে সনাতনী (হিন্দু) ভক্তবৃন্দের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পূণ্যস্নান, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ।
জানা যায়,ভোর থেকেই তুরাগ ও বংশী নদীর সংযোগস্থলে হাজারো ভক্ত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুদের আগমন ঘটে। সকলে ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে পূণ্যস্নানে অংশ নেন। এ সময় নদীতীরে এক অনন্য পবিত্র পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ এবং কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) যোবায়ের হোসেন। তাঁরা স্নান ঘাট পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ভক্তদের মধ্যে নিমাই, অর্জুন ও অভিরাম বণিক জানান, আত্মশুদ্ধি ও মনোবাসনা পূরণের আশায় আমরা প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে এখানে আসি। স্নান শেষে নিজের ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করি।
কালিয়াকৈর থানার অপারেশন( ওসি)যোবায়ের হোসেন বলেন, ডুবাইল, শিমুলিয়া, তুরাগ ও বংশী নদীর তীরে শান্তিপূর্ণভাবে অষ্টমীস্নান অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তারিখ ০৫-০৪-২৫ইং