কালিয়াকৈরে পহেলা বৈশাখ উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে পহেলা বৈশাখে মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি এ শ্লোগান সামনে নিয়ে মাদক বিরোধী এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় নব জাগরণ ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ছড়াছড়ি। এতে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকরা একত্রিত হয়ে নব জাগরণ ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বড়চালা বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে সভামঞ্চে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, ইবনে সিনা গ্ৰুপের সিএফও জসিম উদ্দিন, ফুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নোয়াব আলী প্রমুখ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন