

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর ও ধোপাচালা এলাকায় পৃথক স্থানে দুই তরুনীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ হাফিজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে।
মামমলা সুত্রে জানা যায়, গত তিন মাস আগে মোবাইল ফোনের পরিচয়ের মাধ্যমে শাহাবুদ্দিনেরে সাথে ওই তরুনীর পরিচয় হয়। ওই পরিচয়ের সুত্রধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে শাহাবুদ্দিন চাকরি দেওয়ার কথা বলে ওই তরুনীকে গত উপজেলার কালামপুর এলাকায় নিয়ে যায়। সেখানে নিজেকে স্বামী পরিচয় দিয়ে নুরুল ইসলামের বাড়ীর একটি কক্ষ ভাড়া নিয়ে ওই তরুনীকে নিয়ে বসবাস শুরু করে। পরে ওই দিন রাতেই ওই তরুনীকে জোরপুর্বক ধর্ষণ করে শাহাবুদ্দিন। সর্বশেষ গত ১০ এপ্রিল বিকেলে একই ঘরে ওই তরুনীকে আবারও জোরপুর্বক ধর্ষণ করে রাতেই পালিয়ে যায়। এঘটনায় ২৯ এপ্রিল মঙ্গলবার ওই তরুনী বাদী হয়ে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে ফাহিম উরফে সোহাগ নামের এক যুবকের সাথে এক তরুনীর মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ এপ্রিল ফাহিম ওরফে সোহাগ মোবাইল ফোনে বিয়ে করবে বলে তরুনীকে গাজীপুরের চৌরাস্তায় ডেকে আনেন। সেখানে আগে থেকেই ফাহিম উরফে সোহাগ এর সাথে তার বন্ধু হাফিজুল ইসলাম, রাইহান ও অবস্থান করছিল। ফোন পেয়ে ওই তরুনী চৌরাস্তায় আসলে তাকে নিয়ে কালিয়াকৈর উপজেলার ধোপাচালা গ্রামের আয়নালের বাড়িতে নিয়ে যান। সেখানে ফাহিম উরফে সোহাগ ওই তরুনীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে একই কক্ষেক্ষথাকেন এবং রাতে ফাহিম রায়হান এবং হাফিজুল জোরপুর্বক ওই তরুনীকে পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন ২৭ এপ্রিল কৌশলে ওই তরুনীকে সেখান থেকে আবার গাজীপুরের চৌরাস্তায় একটি খাবার হোটেলে বসিয়ে রেখে কৌশলে পালিয়ে যায় তিন ধর্ষক। এ ব্যাপারে ওই তরুনী মঙ্গলবার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিন জনের মধ্যে হাফিজুল ইসলাম (১৯)নামের একজনকে আটক করে গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপসী ভূইয়াপাড়া গ্রামের গাফফার আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ওসি অপারশেন যোবায়ের বলেন, দুই তরুনীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।