বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
মোংলায় বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় এনসিপি’র শ্রমিক সমাবেশ পন্ড, উভয় পক্ষের আহত ১০ কালিয়াকৈরে পৃথক স্থানে দুই তরুনীকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার -১ পঞ্চগড়ে বৈশাখী নাট্য উৎসবের আয়োজন। কুমিল্লা লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিললো ২ শিশুর মরদেহ কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ আটক-১৩ কুমিল্লা বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে চারজনের মৃত্যু কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা। নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে, সত্য প্রকাশ হারাচ্ছে সাংবাদিকরা। রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক শুদ্ধাচার খুবই জরুরী কালিয়াকৈরে দ্বিধাদ্বন্দ্বে দলিল রেখে চলে গেলেন সাব রেজিস্ট্রার, ভোগান্তিতে জনসাধারণ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে পৃথক স্থানে দুই তরুনীকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার -১
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:০৭ অপরাহ্ন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর ও ধোপাচালা এলাকায় পৃথক স্থানে দুই তরুনীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ হাফিজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে।
মামমলা সুত্রে জানা যায়, গত তিন মাস আগে মোবাইল ফোনের পরিচয়ের মাধ্যমে শাহাবুদ্দিনেরে সাথে ওই তরুনীর পরিচয় হয়। ওই পরিচয়ের সুত্রধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে শাহাবুদ্দিন চাকরি দেওয়ার কথা বলে ওই তরুনীকে গত উপজেলার কালামপুর এলাকায় নিয়ে যায়। সেখানে নিজেকে স্বামী পরিচয় দিয়ে নুরুল ইসলামের বাড়ীর একটি কক্ষ ভাড়া নিয়ে ওই তরুনীকে নিয়ে বসবাস শুরু করে। পরে ওই দিন রাতেই ওই তরুনীকে জোরপুর্বক ধর্ষণ করে শাহাবুদ্দিন। সর্বশেষ গত ১০ এপ্রিল বিকেলে একই ঘরে ওই তরুনীকে আবারও জোরপুর্বক ধর্ষণ করে রাতেই পালিয়ে যায়। এঘটনায় ২৯ এপ্রিল মঙ্গলবার ওই তরুনী বাদী হয়ে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে ফাহিম উরফে সোহাগ নামের এক যুবকের সাথে এক তরুনীর মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ এপ্রিল ফাহিম ওরফে সোহাগ মোবাইল ফোনে বিয়ে করবে বলে তরুনীকে গাজীপুরের চৌরাস্তায় ডেকে আনেন। সেখানে আগে থেকেই ফাহিম উরফে সোহাগ এর সাথে তার বন্ধু হাফিজুল ইসলাম, রাইহান ও অবস্থান করছিল। ফোন পেয়ে ওই তরুনী চৌরাস্তায় আসলে তাকে নিয়ে কালিয়াকৈর উপজেলার ধোপাচালা গ্রামের আয়নালের বাড়িতে নিয়ে যান। সেখানে ফাহিম উরফে সোহাগ ওই তরুনীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে একই কক্ষেক্ষথাকেন এবং রাতে ফাহিম রায়হান এবং হাফিজুল জোরপুর্বক ওই তরুনীকে পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন ২৭ এপ্রিল কৌশলে ওই তরুনীকে সেখান থেকে আবার গাজীপুরের চৌরাস্তায় একটি খাবার হোটেলে বসিয়ে রেখে কৌশলে পালিয়ে যায় তিন ধর্ষক। এ ব্যাপারে ওই তরুনী মঙ্গলবার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিন জনের মধ্যে হাফিজুল ইসলাম (১৯)নামের একজনকে আটক করে গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপসী ভূইয়াপাড়া গ্রামের গাফফার আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ওসি অপারশেন যোবায়ের বলেন, দুই তরুনীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page