কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, সাধারণ মানুষ ন্যায্য পণ্য ও ন্যায্য দামে জিনিসপত্র পাচ্ছে না। আজকে , দুর্নীতি, লুটপাট সবকিছু মিলে দেশের মানুষ দিশেহারা। আওয়ামী লীগের এক শ্রেণির ধূসর চরিত্রের লোকজন আবারও মাঠে নামার চেষ্টা করছে। তারা মনে করছে বিএনপি আন্দোলন থেকে সরে এসেছে, কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এ আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলন থেমে থাকবে না। জনগণের জাগরণই তাদের জবাব দেবে। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি এ. কে. আজাদ, মোহাম্মদ জনি, মোহাম্মদ রিয়াজ, বাদশা, শাহীন, মনির বাবু প্রমুখ। এ সময় যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন