কালিয়াকৈরে ভয়াবহ আগুনে ২টি কক্ষ পুড়ে ছাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর পশ্চিম পাড়া একতা ভবন পুকুড় পাড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে শুরু হওয়া এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজু মিয়ার দুটি কক্ষ।
জানা যায়, সফিপুর পশ্চিম পাড়া এলাকায় রাজু মিয়ার ঘরে আগুন লেগে যায়। আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নেভাতে ব্যার্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের পরবর্তী ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোন সঠিক ধারণা পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যান। প্রাথমিকভাবে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এটি তদন্তাধীন রয়েছে। স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে সংশয় রয়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার খান রায়হান হোসেন চৌধুরী জানিয়েছেন, আগুনের কারণ এবং ক্ষয় ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে। তারিখ: ০৮.০৪.২৫ইং
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন