কালিয়াকৈরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলা শাখার উদ্যোগে বনের জমিতে বসবাসরত ভূমিহীনদের এক সমাবেশ রোববার সকালে রাখালিয়াচালা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন মাষ্টার। বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,শিক্ষক আবু হানিফ,আব্দুল কাদের,সোহাগ হোসেন, হাসান,টুটুল প্রমুখ।
জানা যায়, উপজেলার আন্দার মানিক ও রাখালিয়াচালা এলাকায় প্রায় চারশতাধিক ভুমিহীন পরিবার রয়েছে। যারা প্রায় ৩০/৪০ বছর যাবত বনের জমিতে ঘর বাড়ী করে বসবাস করে আসছে। তাদেরকে উচ্ছেদের পায়তারা করছে বনবিভাগ। বনবিভাগের উচ্ছেদ বন্দের দাবীতে শত শত নারী পুরুষ ওই সমাবেশে যোগদান করেন। বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী তাদের ব্যাপারে বনও পরিবেশ উপদেষ্টার কাছে আলোচনা করে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। ভুমিহীনদের বক্তব্য হচ্ছে উপজেলা কারখানায় ও পার্কগুলো বনের জমি রয়েছে। তাদের উচ্ছেদ করার দাবী জানান।
তারিখ ০৬-০৪-২০২৫ইং
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন