কালিয়াকৈরে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি ও মাদক সেবনকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
বৃহস্পতিবার সকালে গোয়ালবাথান এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি ও সেবনকারী আরিফ ও মানিকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধন সূত্রে জানা যায়, উপজেলার গোয়াল বাথান এলাকার বাসিন্দা আরিফ ও মানিক দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজ, সেবন, ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকায় কয়েকজনের বাড়িতে ডুকে দাঙ্গা হামলা করার অভিযোগ রয়েছে । এলাকার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে ধ্বংস হচ্ছে সমাজ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক পাচার করে যুবসমাজ নষ্ট করছে। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকার ধারন করছে। তাই সমাজের সর্বস্তরের জনগন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে এবং অতি দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানাই এলাকাবাসী।
এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন মারফত মেম্বার, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, জালাল উদ্দীন, মিদুল, মকবুল, শাহিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন