কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ায়
দুধ দিয়ে গোসল করলেন টিকটকার
আলম হাসান।
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন আলম হাসান নামের এক টিকটকার। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সেজাবহ এলাকার নিজবাড়ীতে ২মন দুধ দিয়ে তিনি গোসল করেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার সেজাবহ এলাকার আলম হাসান। তিনি শর্মীলা নামের এক মেয়েকে বিয়ে করেন। তাকে দিয়ে তিনি টিকটক বানিয়ে স্ত্রীকেও ভাইরাল করেন। কিন্ত ২ এপ্রিল শর্মীলা তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এসময় স্বামী আলম হাসান স্ত্রীর কাবিনের ৩ লাখ টাকা পরিশোধ করেন। স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় আলম হাসান বুধবার দুুপরে তার নিজ বাড়ীতে ২ মন দুধ দিয়ে গোসল করেন। এদিকে আলম হাসানের দুধ দিয়ে গোসল করায় বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আলম হাসান বলেন. আমি শর্মীলাকে ভাল বেসে বিয়ে করি। কিন্ত সে আমার সোনার সংসার ছেড়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি কোন দিন ধারনা করিনি শর্মীলা আমাকে ছেড়ে চলে যাবে। স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় আমি ২ মন দুধ কিনে গোসল করেছি। স্ত্রী যদি আমার সোনার সংসার ছেড়ে চলে যেতে পারে তাই আমি মনের কষ্টে দুধ দিয়ে গোসল করেছি। তার কাবিনের ৩ লাখ টাকাও পরিশোধ করে দিয়েছি।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন