

কালিয়াকৈরে হাইওয়ে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের দুর্ঘটনা রোধে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিশ্চিত করণে সভা।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা দূর্ঘটনা রোধে, সড়কের আইন শৃঙ্খলা বজায় রাখতে,সামনে এসএসসি পরীক্ষা, এস এস সি পরিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে সড়কে যাতায়াত নিশ্চিত করতে পারে, অটোরিকশা চালকদের প্রতি আহবান করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাস ট্রামিনালে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে হাইওয়ে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের দুর্ঘটনা রোধে,আইন-শৃঙ্খলা বজায় নিশ্চিত করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় হুমায়ুন কবির খান আরো বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল করা যাবে না। সড়কের আইন শৃঙ্খলা মেনে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে। সংকেত গুলো মেনে চলবেন, অতিরিক্ত গতির কারনে দুর্ঘটনা ঘটে, ওভারটেক করা যাবে না, সিরিয়ালি গাড়ি চালাতে হবে, নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে, নিয়মিত ট্রাফিক আইন মেনে চলবেন, সামনে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করতে হবে, অটোরিকশা নিয়মিত চেক দিতে হবে যাতে গাড়িতে কোন ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, যাএীরা নিরাপদ ও স্বাচ্ছন্দে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ট্রাক মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ সহ অটোরিকশা চালকগন।