কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা চৌদ্দগ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ১৮০বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আসামি মো: তাজুল ইসলাম (২৮) জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউপির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী বাজারের দক্ষিণ পাশে ঢাকা-টু-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশের নালঘর রাস্তার মাথায় পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাতে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন