কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সদর কটকবাজার সীমান্ত এলাকায় অভিযান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৩ লাখ ৪ হাজার টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।
বিজিবি সুত্রে জানা যায়, কুমিল্লা বিজিবি চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিবির বাজার বিওপি কটকবাজার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল শ্রীপুর হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লাখ ৬৫ হাজার ২ শত পিছ বাজি আটক করে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এর নিকট জমা করা হবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন