কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ আটক-১৩
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় পুলিশ সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারক দালাল নজরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায় কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের নির্দেশে জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাতভর ও মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে দালাল-প্রতারক নজরুল ইসলামের (৫৪) বিরুদ্ধে পুলিশ, সেনাবাহিনীও নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এধরনের প্রতারণার অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে পুলিশ কুমিল্লা নগরীর চানপুর প্রফেসর গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে আরো ১২ ব্যক্তিকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন