সাইফুল ইসলাম ফাহাদ(নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা):
কুমিল্লার বুড়িচং উপজেলার (রাজাপুর-রসুলপুর) রেলস্টেশনের মধ্যস্থ স্থান মাধবপুর এলাকায় রেললাইনের পাশে কলেজ ছাত্রীর লা*শ পড়ে আছে!
ঘটনাস্থলে গিয়ে জানা যায়,নিহ*ত ছাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার উপজেলা চারগাছ নুরুল ইসলাম ভূইয়া ডিগ্রি কলেজের মানবিক শাখার জান্নাত আক্তার। আজ (৩০ মে ২০২৪) বৃহস্পতিবার সন্ধ্যায়
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুরে চট্রলা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ*ত্মহ*ত্যা করেছে বলে স্থানীয়রা জানান। লা*শের পাশে একটি ছেলের ছবি,খাতা-কলম রয়েছে। স্থানীয় লোকজনের ধারণা ছবির ছেলেটির কারণে মেয়েটি আ*ত্মহ*ত্যা করেছে। খাতায় লেখা আছে ছেলেটির ঠিকানা ও নামঃ- হৃদয় মুন্সী, বাবা- হোসেন মুন্সী, সাভার, ঢাকা।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন