

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের ভাটকেশর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ সাজ্জাদ হোসেন সাগর নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক পোনে ৮টায় জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউপির ভাটেকশর এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভাটকেশর এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী মোঃ শিপুর বাসায় একটি অভিযান পরিচালিত হয়। টহল দল পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। তবে মোঃ শিপুর সহযোগী মোঃ সাজ্জাদ হোসেন সাগরকে আটক করা হয়। তার বাসা থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল, প্রায় ১৫.৫ কেজি গাঁজা, নগদ ৮ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা, ১টি স্মার্ট মোবাইল ফোন ও ৯টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান সেনাবাহিনী কর্তৃক আটককৃত আসামি সাজ্জাদকে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।