প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ৫:৩৪ পি.এম
কুমিল্লার দেবিদ্বারে মারধর করে ১৫ লাখ টাকা লুট

- কুমিল্লার দেবিদ্বারে মারধর করে ১৫ লাখ টাকা লুট
- সাইফুল ইসলাম ফাহাদ, স্টাফ রিপোর্টার:
দেবীদ্বারে ডাকাতদলের সদস্যরা তিন ব্যবসায়ীকে মারধর করে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছগ্রামের পাশের পুকুরপাড় কাচিসাইর-পান্তিবাজার রোডে ঘটনাটি ঘটে। দেবীদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের গরু ব্যবসায়ী জলিল মিয়া বলেন, ‘আমি গরুর ব্যবসা করি। ভোরে একটি পিকআপ নিয়ে মানিকগঞ্জের আরিচার উদ্দেশে রওনা হই।রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছগ্রামের পাশে কাচিসাইর-পান্তিবাজার রোডে দুটি গাড়ি দিয়ে আমাদের পথ অবরোধ করে দেয়। আমরা পিকআপ থেকে নামার পরই ১৫ থেকে ২০ জনের ডাকাতদল লাঠি, ছোড়া, দা, ছেনি কুড়াল নিয়ে আমাদের ওপর হামলা করে। তারা আমার সঙ্গে থাকা আট লাখ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়।’ দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন
All rights reserved © 2025