মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Headline
মিরসরাই এর মায়ানিতে হাঁস নিয়ে কেন্দ্র করে গলা টিপে এক বৃদ্ধকে হত্যা কুমিল্লা চকবাজারে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুই পেট্রোল পাম্প সিলগালা ডিবি পুলিশের অভিযানে ঢাকায় বাগেরহাটের সাবেক এমপি মিলন সহ ৯ জন আটক কালিয়াকৈরে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগ। মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ খুলনার মশিয়ালি ভুল বুঝাবুঝির একপর্যায়ে বন্ধুর হাতে বন্ধু যখম কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে আদালতের কর্মচারীরা নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি মাদকের টাকা না পেয়ে গর্ভ ধারিণী মাকে পিটিয়ে হত্যা কুমিল্লা চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে ৬ শত পিছ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক-৫
Headline
Wellcome to our website...
কুমিল্লা চকবাজারে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুই পেট্রোল পাম্প সিলগালা
/ ৫ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন

কুমিল্লা চকবাজারে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুই পেট্রোল পাম্প সিলগালা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর চকবাজারের দুই তেলের পাম্পকে ডিজেল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে সিলগালা করা হয়েছে। এরই সঙ্গে তেল পরিমাপের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় প্রধান কে এম হানিফ জানান, নগরীর চকবাজার এলাকায় সার্ভিল্যান্স অভিযানে মেসার্স শরীফ এন্টারপ্রাইজের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ মিলি ও ২০০ মিলি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

একই পাম্পের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটেও প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ মিলি ও ২২০ মিলি তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এই গুরুতর অপরাধে পাম্পের চারটি ইউনিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, একই এলাকার মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদার্সের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটেও তেলের মাপে কারচুপির চিত্র দেখা যায়। পাম্পটির এই দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে গ্রাহকদের যথাক্রমে ৩৪০ মিলি ও ৩৯০ মিলি তেল কম দেওয়া হচ্ছিল। তাৎক্ষণিকভাবে এই দুটি ইউনিটও সিলগালা করে দিয়েছে বিএসটিআই।

তবে, অভিযানে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার তিনটি পাম্পে জ্বালানি তেল পরিমাপে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। মেসার্স আম্বর আলী অটো ফিলিং স্টেশন, মিয়া বাজার ফিলিং স্টেশন এবং মেসার্স হাবিব ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিটগুলোতে তেল পরিমাপ সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে বিএসটিআই।

বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এই সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page