

কুমিল্লা চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে ৬ শত পিছ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক-৫
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা নবাবপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছয় শত পিছ ইয়াবা একটি বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে।
রবিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার নবাবপুর দক্ষিণ বাজারের একটি টিনসেট ঘর থেকে তাদের আটক করে যৌথবাহিনী।
এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশিও রামদা, এক বোতল বিদেশী মদ, ইয়াবা সেবনের উপকরণ, দশটি মোবাইল ফোন এবং গাঁজা জব্দ করা হয়।
আটককৃত আসামিরা হলেন, নবাবপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মো. রাজিব (১৮), জামাল এর ছেলে মো. কাদের (২০), আনোয়ার মিয়ার ছেলে মো. কবির (২৪), সোহেল দোকানদারের ছেলে মো. গিয়াস (২৪), এবং আব্দুল সামাদ প্রবাসীর ছেলে মো. নিরব সাগর (২১)।
যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে উপজেলা সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল উপজেলার নবাবপুর দক্ষিণ বাজারের একটি টিনসেট ঘরে অভিযান চালিয়ে পাচজনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ছয় শত পিছ ইয়াবা, একটি দেশিও রামদা, এক বোতল বিদেশী মদ, ইয়াবা সেবনের উপকরণ, দশটি মোবাইল ফোন এবং গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, রবিবার রাতে যৌথ অভিযানে প্রায় ছয় শত পিছ ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।