কুমিল্লা চৌদ্দগ্রামে মাদকের গাড়ির সামনে ইউএনও। আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা চৌদ্দগ্রামে উপজেলা পরিষদের গেইটের সামনে থেকে একটি প্রাইভেট কার তল্লাশি করে দশ ক্যান বিয়ারসহ এক যুবককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার সদস্যরা। পরে আটককৃত আসামি ও জব্দকৃত গাড়িটিকে থানায় হস্তান্তর করে উপজেলা নির্বাহী অফিসার।
শুক্রবার (৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৮টায় উপজেলা পরিষদের গেইটের সামনে সন্দেহজনক মুভমেন্টের কারণে ঢাকা মেট্রো গ ৪৩-৯৯৬১ টয়োটা ফিল্ডার গাড়িটি আটক করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টায় উপজেলা পরিষদের গেইটের সামনে সন্দেহজনক মুভমেন্ট দেখে (ঢাকা মেট্রো গ ৪৩-৯৯৬১) টয়োটা ফিল্ডার মডেলের একটি গাড়িকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সঙ্গীয় আনসার সদস্য থামানোর সংকেত দিলে ড্রাইভার ছাড়া অন্যরা তৎক্ষনাৎ পালিয়ে যায় এবং অভিযুক্ত ড্রাইভার সজিব আনসারের উপর দিয়ে চালিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার গাড়িটির সামনে দাড়ালে গাড়িটি থামাতে বাধ্য হন। এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ বোতল (প্রতিটি ৩৭৫এমএল, ১৮০রূপি/বোতল) ভারতীয় অ্যালকোহল পাওয়া যায়।
পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং মাদক পরিবহন ও আনসার সদস্যের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টার অভিযোগে গাড়িসহ ড্রাইভারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানাকে নির্দেশনা প্রাদান করা হয়।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন