

কুমিল্লা দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দিতে পেন্নাই -মতলব সড়কের কবিচন্দ্রদি এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২ মে) দুপুরে দাউদকান্দি উপজেলা পেন্নাই -মতলব সড়কের দৌলতপুর ইউনিয়নের কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো: রায়হান ওরফে রিহান (১৮) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের সরকার বাড়ির বাবু সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মতলব থেকে গৌরীপুরগামী একটি মোটরসাইকেল কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীতগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলে মারা যায় ও একই এলাকার আহত মোটরসাইকেল চালক মোঃ সায়েম (২০) কে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুরে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে দূর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই ট্রাক ও ট্রাক চালক পালিয়ে যায়। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।