কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ছাত্রলীগের সভাপতি আটক
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে দাউদকান্দি পৌর সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃত শাহাদাত হোসেন হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তুজারভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে।
একইদিনে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিকাশ সাহা (৬১)কে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ সাহা পৌরসভার সাহাপাড়া গ্রামের মৃত কৃষ্ণ রঞ্জন সাহার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ের ঘটনায় দায়েরকৃত তদন্তনাধীন একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন