

কুমিল্লা নাঙ্গলকোটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পর ওই গৃহবধূর বসত ঘরে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
আটককৃত আসামি মো: ইমাম হোসেন (২৪) উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামের উত্তর–পূর্ব পাড়ার আশ্রাফ হাজী বাড়ীর মৃত. ছবর আলীর ছেলে।
মামলা ও স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের দরজা ভেঙে ৩ যুবক ঘরে ডুকে ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেধেঁ লোহার শিকল দিয়ে হাত পায়ে তালা মেরে ঘন্টাব্যাপি গণধর্ষণ করে। ঘরে থাকা ১ লাখ ৭১ হাজার টাকা ১০ আনা স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।
ভূক্তভোগী ওই গৃহবধূ জানায়, বৃহস্পতিবার প্রতিদিনের মত দুই বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুরের মধ্যে ঘুমিয়ে পড়ে, পাশের রুমে ৭০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধা শাশুড়ী ঘুমিয়ে ছিলেন, রাত ১২ টার পর ঘরের দরজা ভেঙে ৩ যুবক ঘরে ডুকে ওড়না দিয়ে মুখ বেধেঁ লোহার শিকল দিয়ে হাত পায়ে তালা মেরে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। এসময় অন্য ঘরে থাকা নগদ ১ লাখ ৭১ হাজার টাকা ও ২ জোড়া কানের দুল, দলিলপত্র নিয়ে যায়। তার অসুস্থ শাশুড়ীর চিৎকারে লোকজন এসে থানায় খবর দেয়।
এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করেছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। এছাড়াও মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।