

কুমিল্লা বুড়িচংয়ের ঘিলাতলায় অন্যর জামি দখল করে মুক্তিযুদ্ধার সরকারি ঘর নির্মাণ
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা এলাকায় আদালতের মামলা চলমান ও বিরোধপূর্ণ অন্যের জামি জবর দখল করে সরকারি অনুদানে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে।
এঘটনায় জমির প্রকৃত মালিক দাবিদার ভূক্তভোগী আবদুস সোবহান চৌধুরী কুমিল্লা জেলা প্রশাসক ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে উত্তর গ্রামের মৃত ছালাম চৌধুরীর ছেলে ভূক্তভোগী আবদুস সোবহান চৌধুরী জানান, “বুড়িচং উপজেলাধীন উত্তরগ্রাম মৌজাস্থ সিএস- ১৪, আরএস- ১৬৩, বিএস খতিয়ান নং- ৩৭, দাগ নং সাবেক – ৫১২, হাল দাগ নং- ৭৩৫, মং-১১ (এগার) শতক ভূমি আমার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হই। অন্যান্য ভাই বোনদের সহিত আপোষ বন্টন ক্রমে প্রাপ্ত হয়ে দখলকরে বিদ্যমান আছি। কিন্তু প্রতিবেশী মৃত ফিরোজ চৌধুরীর ছেলে অভিযুক্ত ব্যাক্তি মোকাদ্দস চৌধুরী উক্ত ভূমি জোরপূর্বক জবর দখলের মাধ্যমে আমার সম্পত্তিতে বাড়িঘর নির্মার্ণের চেষ্টা করছে। এনিয়ে তাদেরকে নির্মাণে বাঁধা দিলে তারা বাঁধা উপেক্ষা করে বাড়ি নির্মাণের চেষ্টা করতেছে। ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা দেখা দেওয়ায় আমি আইনী সহয়তার জন্য গত ১৩ এপ্রিল মোকাম কুমিল্লা বুড়িচং সহকারী জজ আদালত বরাবরে দেওয়ানী মোকদ্দমা নং- ৪৪/২৫ দায়ের করি যা চলমান আছে।
ভুক্তভোগী আরো জানান, আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ জোরপূর্বক জমিটি দখল করে বাড়ি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এবিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান ভুক্তভোগী আব্দুস সোবহান চৌধুরী।
তবে প্রতিপক্ষ মোকাদ্দস চৌধুরীর দাবি ওয়ারিশ সূত্রে এবং বাংলাদেশ মাঠ জরিপ বিএস খতিয়ান মুলে তিনি জমিরটির মালিক। কাগজপত্র জাচাই করে মুক্তিযুদ্ধাদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থায়নে বাড়ির নির্মাণ কাজ চলছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। কাগজপত্র দেখে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।