

কুমিল্লা বুড়িচংয়ে বাসের ধাক্কায় লড়ি চালক নিহত। আহত-১০
আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচংয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় থেমে থাকা রড বোঝাই লরিকে ঢাকাগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় বিপ্লব বাবু (৩৫) নামে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দশজন।
শনিবার (১০ মে) বিকেল আনুমানিক ৫ টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব বাবু (৩৫) সুলতান আহমেদের ছেলে বলে জানা গেছে।
ময়নামতি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির কারণে রড বোঝাই লড়িটিকে ত্রিপল দিয়ে ঢাকার জন্য থামালে পেছন থেকে আসা ঢাকাগামী আল বারাকা বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরি চালক মারা যায়। পরে স্থানীয়রা আহত নারী-শিশুসহ ১০ জনকে উদ্ধার করে ইস্টার্ন মেডিক্যাল কলেজে প্রেরণ করেন ও পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশসহ লরি ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।