

কুমিল্লা মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ হত্যা মামলার আসামি আটক
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মনোহরগঞ্জের সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রাম কুঠি বাড়ির সৈয়দ আহমেদ এর ছেলে সাদ্দাম হোসেন (৩২) কে ১৩ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন যৌথবাহিনী।
শনিবার (২মে) বিকালে উপজেলার লক্ষনপুর বাজার সিএনজি স্টেশন এলাকা পাকা সড়কের উপর থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেন।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ব্যবসাসহ সমাজের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। এলাকাবাসির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো আশরার ফাতেমীর নেতৃত্বে মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ লক্ষনপুর বাজার সিএনজি স্টেশন এলাকার পাকা সড়কের উপর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ পিছ ইয়াবাসহ আটক করেন যৌথবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। নতুন করে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের শেষে রবিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।