

কুমিল্লা লাকসামে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম মুদাফফরগঞ্জ থেকে সোমবার দুপুরে আড়াই বছর বয়সের অনু নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর শিশুটির বাড়ি থেকে ২০০ মিটার দুরে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।
এঘটনায় সোমবার (৫মে) সন্ধ্যায় অনুর বাবা লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে ২৭/২৮ ঘন্টা খোঁজাখুঁজির পর মঙ্গলবার (৬মে) বিকাল আনুমানিক ৫টার দিকে অনুদের বাড়ি থেকে ২০০মিটার দুরে একটি ডোবা থেকে তার (অনুর) লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত (৫ মে) দুপুরে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া থেকে নিখোঁজ হয় অনু। নিখোঁজের পর অনুর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এরপর থেকে পুলিশ অনুর সন্ধানে ও উদ্ধারে কাজ শুরু করে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে মহিন উদ্দিন মজুমদারের বাড়ি থেকে ২০০ মিটার দুরে একটি ডোবা থেকে অনুর লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় অনুর মুখে ও নাকে রক্ত পরিলক্ষিত হয়।
এবিষয়ে অনুর বাবা মহিন উদ্দিন মজুমদারের সাথে কথা বললে তিনি জানান, ও ভাইরে কেমনে কি হইছে আমার অনুর। আমার অনুকে কে বা কারা মারছে, আল্লাহ হেতাগো বিচার করুক। পরে তিনি সঠিক তদন্তের মাধ্যমে তার মেয়ে অনুর মৃত্যুর মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিচার দাবী করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, মুদাফফরগঞ্জ থেকে আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করার পর থেকে লাকসাম থানা পুলিশ অনুর সন্ধানে ও উদ্ধারে কাজ শুরু করে। মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে অনুর মৃত্যুর মূল রহস্য উদঘাটন করার জন্য। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।