কুমিল্লা সদর দক্ষিণে র্যাবের অভিযান অস্ত্র-গুলিসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণে র্যাবের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আরমান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চৌয়ারা ইউনিয়নের উলুরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২-এর অধিনায়ক মাহমুদুল হাসান বিকেল পৌনে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আরমান হোসেন (২৬) জেলার সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
র্যাব অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন