কুষ্টিয়ায় কৃষি বিপণন আইন,বিধি ও নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
মোঃ মনজের আলী। স্টাফ রিপোর্টর।
কুষ্টিয়ার কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ২২ ডিসেম্বর সকাল ১০ টার সময় কুষ্টিয়ার দিশা টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপ-পরিচালক ও কৃষি বিপণন সম্পর্কিত আইন,বিধি ও নীতি বিষয়ক উপস্থাপক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সভাপতিত্ব করেন মোঃ সুজাত হোসেন খান,” জেলা বাজার কর্মকর্তা ” ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কুষ্টিয়া। সেমিনারে কৃষি সম্প্রসারণ, বিএডিসি, বীজ প্রত্যায়ন এজেন্সি, সরকারি কলেজ, মহিলা কলেজ,জেলা পুলিশ,মৎস্য/ প্রাণিসম্পদ,বন বিভাগ, মৃত্তিকা সম্পদ,পৌরসভা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বিএসটিআই, খাদ্য বিভাগ ,সোনালী ব্যাংক,বিসিক, মহিলা বিষয়ক প্রভৃতি বিভিন্ন সংস্থার সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি বিপণন অধিদপ্তর এর উদযোগে এবং ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্ক এগ্ৰিকালচারাল পলিসি এ্যাকটিভিটি এর সহযোগিতায় ২ দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আশা করি এ কর্মশালা চাষী,উৎপাদক, ভোক্তা, কৃষি ভিত্তিক শিল্প উদ্যোক্তা সকল শ্রেণি পেশার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে