কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন রাইস মিলের বিরুদ্ধে বেশী দামে চাল বিক্রি অভিযোগ ।
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন (অটোমেটিক) রাইস মিলের বিরুদ্ধে বেশী দামে চাল বিক্রি করার অভিযোগ উঠেছে । বিশ্বস্ত সুত্রে জানা যায়, গোল্ডেন অটোমেটিক রাইস মিল-বাসমতি প্রতি কেজি ৯৪ টাকা, মিনিকেট প্রতি কেজি ৮৪ টাকা , ২৮ বালাম/জিরাশাল ৫৮ টাকা, পাইজাম ৫৬ টাকা, সিদ্ধ কাটারীভোগ ৮৪ টাকা, গুটিস্বর্ণা সর্বোচ্চ খুচরা ৫১ থেকে ৫২ টাকায় বিক্রি করছে । যা মার্চ মাসের প্রথম সপ্তাহে ছিল ৭৭ থেকে ৭৮ টাকা । অথচ গোল্ডেন রাইস মিল বর্তমানে ৮৪ টাকায় বিক্রি করছে । অন্য দিকে কুষ্টিয়ার খাজানগরের রাইস মিল কোম্পানি বিক্রি করছে ৭২ থেকে ৭৪ টাকা । আহাদ অটো রাইস মিল এবং দেশ এগ্রো ফুড বিক্রি করছে ৭৮ থেকে ৭৯ টাকা দরে। তথ্য অনুসন্ধানে জানা যায়, গোল্ডেন অটোমেটিক রাইস মিল বিএনপির বড়ো নেতা পরিচয়ে তিনিই প্রথম যে কোন চালের দাম বৃদ্ধি করে। তার দেখাদেখি অন্যান্যরও বেশি দামে চাল বিক্রি শুরু করে । অভিযোগে জানা যায়, বিএনপির কর্মী তালিকায়ও জিহাদুজ্জামানন জিকু, গোল্ডেন অটো রাইস মিলের নাম নেই । তার আত্মীয় বিএনপি নেতা ও মালিক সমিতির সাধারণ সম্পাদক হলেও মিয়া ভাই অটেোমেটিক রাইস মিল ক্ষমতাও দেখান না, এমন কি বেশি দামে চাল বিক্রি করে চালের বাজারে অরাজকতা সৃষ্টির চেষ্টাও করেন না। অথচ গোল্ডেন রাইস মিল কোন নিয়ম নীতি না মেনে নিজের ইচ্ছা মতো চালের দাম বৃদ্ধি করে চালের বাজারে অরাজকতা সৃষ্টি করেন ।কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, চালের বাজার তদারকিতে মোবাইল কোর্ট চলমান রয়েছে । কোন মিলার বা অসাধু ব্যবসায়ী ৭৮ টাকা কেজি দরের চাল ৮৪ টাকা বিক্রি করলে মোবাইল কোর্ট চলাকালে ধরাপড়লে বা গোপন তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন