কুষ্টিয়া র্যাব-১২ এর অভিযানে অপহরণকারী গ্রেফতার ও অপহৃত ভিকটিম উদ্ধার
আবদুল্লাহ আল বিন জুবায়ের।
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের অভিযানে জীবন আহমেদ হৃদয় (২৫) নামের অপহরণকারীকে গ্রেফতার এবং সিনথিয়া আহমেদ শিফা (৩) নামের অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত অপহরণকারী জীবন আহমেদ হৃদয় নিলফামারী সদর থানার চরচড়াবাড়ী এলাকার দক্ষিণ পাড়ার মৃত হেদায়েতুল ইসলাম ও মাছুমা বেগমের ছেলে।
উদ্ধারকৃত ভিকটিম সিনথিয়া আহমেদ শিফা খুলনার ফুলতলা থানার উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের ছেলে।
জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাগেরহাট জেনার ফকিরহাট থানার শুভদিয়া এলাকা থেকে সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়।
এরই প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৫৪৬, তারিখ-১১ এপ্রিল, ২০২৫।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ জীবন ইসলাম হৃদয়কে গ্রেফতার ও অপহৃত ভিকটিম সিনথিয়া আহম্মেদ শিফাকে উদ্ধার করে।
ভিকটিমের পরিবারকে সংবাদ প্রদান করা হলে, তারা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বাগেরহাটের ফকিরাহাট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১২ উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন